
ঘুমন্ত পুরী

ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
| ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী২০ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রঙ্কুলাল আর কঙ্কাবতী পিঠোপিঠি ভাইবোন। কঙ্কাবতী বছর দুই-এর বড়ো। ছেলেবেলা থেকে দুজনেরই বিজ্ঞানের প্রতি প্রচন্ড আগ্রহ।
সেই ছোট্টবেলার কথাই বলি। কত আর বয়স হবে তখন রঙ্কুলালের? বড়োজোর দশ কি বারো। নেহাত খেলার মাঠের অল্পসল্প একটু সময় আর ইস্কুলের জন্য একটু পড়াশোনা, — ব্যস, বাকি সময় সর্বদাই হাতে একটা কাঁচি নিয়ে বসে। সামনে স্তূপীকৃত বিজ্ঞানের পত্রিকা পুরোনো ম্যাগাজিনের স্টল থেকে কেনা, — স্...