@লেখক
ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য জীবনী | বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ
ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য (১ ফেব্রুয়ারি ১৯০৯ – ৩ জুন ১৯৯০) ছিলেন একজন প্রথিতযশা বাঙালি কল্পবিজ্ঞান লেখক, শিশু সাহিত্যিক এবং পেশায় রসায়নের অধ্যাপক। বাংলা সাহিত্যে শুধু কল্পবিজ্ঞানের গল্প লিখে যে সাহিত্যিক খ্যাতি ও পাঠকপ্রিয়তা অর্জন করেছেন, তিনি ছিলেন সেই বিরল ব্যতিক্রমদের একজন। একবিংশ শতাব্দীর বাংলা কল্পবিজ্ঞান চর্চার অন্যতম ভিত্তি স্থাপন করেন এই অনন্য লেখক।
শৈশব, শিক্ষা ও পেশাগত জীবন
ক্ষিতীন্দ্রনারায়ণের জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। পিতা বিশ্বেশ্বর ভট্টাচার্য ছিলেন একজন জেলা ম্যাজিস্ট্রেট এবং সুসাহিত্যিক। কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে মাধ্যমিক এবং প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে স্নাতক ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে এম.এসসি পাশ করেন। গবেষণা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অধীনে। তিনি অধ্যাপনা শুরু করেন আশুতোষ কলেজ ও পরে যোগমায়া দেবী কলেজে।
সাহিত্যচর্চার সূচনা ও রচনাশৈলী
ছোটবেলায় কবিতা লিখলেও পরবর্তীতে গদ্য ও বিজ্ঞানভিত্তিক সাহিত্যে মনোনিবেশ করেন। ১৯৩০-এর দশকে তার সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটে। তার লেখা প্রথম কল্পবিজ্ঞান গল্প ‘কাশ্মীরী রহস্য’ প্রকাশিত হয় ১৯৩১ সালে, পিতা প্রতিষ্ঠিত পত্রিকা ‘রামধনু’-তে। সেই সময়েই প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে কল্পবিজ্ঞান রচনার পরিকল্পনা করেন এবং তিনজন মিলে শিশুদের জন্য বিজ্ঞানভিত্তিক গল্প রচনা শুরু করেন।
কল্পবিজ্ঞান সাহিত্য ও অবদান
বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য জগতে ক্ষিতীন্দ্রনারায়ণের অবদান অনস্বীকার্য। তার রচিত কল্পবিজ্ঞানের গল্প যেমন:
লুপ্তধন
মেঘনাদ
তুষারলোকের রহস্য
ফুটোস্কোপ
চৌহান গুম্ফার দেবতা
ফটিকগির রহস্য
টিটিঙ্গি পাহাড়ের দেবতা
কঙ্গো বনের রহস্য
কুষ্টিয়াম নটোবারিয়াম
জ্বলন্ত দ্বীপের কাহিনী
এইসব রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে এক নতুন ঘরানার সূচনা করেন।
‘বিজ্ঞান বুড়ো’ এবং ‘বিজ্ঞানের জয়যাত্রা’ তার রচনার মধ্যে অন্যতম যেখানে তিনি বিজ্ঞানপ্রসূত কল্পনার সঙ্গে বাস্তব জ্ঞান যুক্ত করেন, যা পাঠকদের বিশেষভাবে আকর্ষণ করে।
ছদ্মনাম ও সম্পাদনা কাজ
তিনি 'রসোধর শর্মা' ও 'কৌটিল্য' ছদ্মনামে লেখালেখি করতেন। এছাড়া দীর্ঘদিন ‘রামধনু’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন এবং শিশুদের জন্য পাঁচ খণ্ডের ‘ছোটদের বিশ্বকোষ’ সম্পাদনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পুরস্কার ও সম্মাননা
১৯৬৫ – ভুবনেশ্বরী পদক
১৯৮২ – ফটিক স্মৃতি পুরস্কার
১৯৮৭ – বিদ্যাসাগর পুরস্কার
পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিজ্ঞান পুরস্কার
মৃত্যুবরণ
১৯৯০ সালের ৩ জুন কলকাতায় ৮১ বছর বয়সে এই কিংবদন্তি কল্পবিজ্ঞান সাহিত্যিক মৃত্যুবরণ করেন। তবে তাঁর সাহিত্য আজও বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের প্রেরণা ও গৌরব হিসেবে টিকে রয়েছে।
বার পড়া হয়েছে
বইসমগ্র