
খিদে

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
চারপাশে তাকিয়ে বেশ ভালোই লাগছিল বীরেশ্বরবাবুর। যেদিকে চোখ যায় ফাঁকা মাঠ। ধান কাটা হয়ে গেছে। কোথাও আবার সবুজের সমারোহ, অথবা রাস্তার পাশে পুকুর বা নয়ন জুলির পাড়ে গাছের ডালে বসে আছে মাছরাঙা অথবা কোঁচ বক। যে দৃশ্য কলকাতা শহরে চোখ পড়ে না। ছোট ছোট বসতি বা গ্রামও চোখে পড়ছে মাঝে মাঝে। রাস্তার মোড়ে শীতের দুপুরে পিঠে রোদ লাগিয়ে তাস খেলছে কিংবা আড্ডা দিচ্ছে লোকজন। রাস্তার গায়ে অনেক...