
কর্নেলের একদিন

সৈয়দ মুস্তাফা সিরাজ
মার্চের শেষ সপ্তাহে শনিবারের বিকেল। দৈনিক সত্যসেবক পত্রিকার প্রশস্ত এবং এয়ারকন্ডিশন্ডু নিউজরুমে বসে খবর লেখার প্যাডে বিমূর্ত চিত্রকলার চর্চা করছিলুম। বাইরে অকালগ্রীষ্মের যাচ্ছেতাই উপদ্রব। তাই ঠিক করেছিলুম, রোদ। মুছে গেলে কেটে পড়ব।
আমার টেবিলের পর তিনটে টেবিলের ওধারে সুদৃশ্য একটি সেক্রেটারিয়েট টেবিল। সেখানে বসেন চিফ অব দ্য নিউজব্যুরো সত্যচরণ সেনগুপ্ত। আড়ালে আমরা সাংবাদিকরা তাকে বুড়...