
দেবী আথেনার প্রত্ন রহস্য

সৈয়দ মুস্তাফা সিরাজ
| সৈয়দ মুস্তাফা সিরাজ | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
০১.
মার্চ মাসের মাঝামাঝি এক রবিবারের সকাল। ইলিয়ট রোড এলাকায় কর্নেলের অ্যাপার্টমেন্টে যথারীতি আড্ডা দিচ্ছিলুম। সোফার এক কোণে বসে প্রাইভেট ডিটেকটিভ কৃতান্তকুমার হালদার অর্থাৎ আমাদের প্রিয় হালদারমশাই খবরের কাগজ পড়ছিলেন। তার ডান হাতের আঙুলে একচিমটে নস্যি।
কর্নেল তার লেখার টেবিলে টাইপ করতে ব্যস্ত ছিলেন। অনুমান করা সোজা, তিনি নিশ্চয়ই কোনও বিরল প্রজাতির প্রজাপতি অথবা পাখ...