
কর্নেল সমগ্র ৩

সৈয়দ মুস্তাফা সিরাজ
নবাবী মোহর
লায়লা আর মুনমুন দুই বোন। লায়লার বয়স বাইশ, মুনমুনের আঠারো। মুর্শিদাবাদ নবাব বংশের যে সব শাখা বিহারের রাজমহল থেকে মুঙ্গের পর্যন্ত নানা জায়গায় একসময় ছড়িয়ে-ছিটিয়ে ছিল, ইংরেজের আমলে ক্রমশ তারা বিত্তহীন হয়ে পড়ে এবং ভাগ্যের সন্ধানে আবার অন্য জায়গায় চলে যায়। শুধু থেকে যায় একটি মাত্র পরিবার। গড় ঝিনখণ্ডে। লায়লা মুনমুন সেই পরিবারের মেয়ে। তাদের বাবা ম...