
অদ্ভুত প্রতিহিংসা – দীনেন্দ্রকুমার রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনবই সারাবেলা০৫ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মিঃ এফ. ডবলু. গ্যালওয়ে এক সময়ে বিহারের কোন জিলার পুলিশ সুপারিন্টেণ্ডেন্টের পদে নিযুক্ত ছিলেন। সেই সময় তাঁহার এলাকাস্থিত কোন থানার ভারপ্রাপ্ত এক দারোগা একটি হত্যাকাণ্ডের তদন্তের ভার পাইয়াছিল। এই দারোগাটি হত্যাকাণ্ডের যে সকল প্রমাণ সংগ্রহ করিয়াছিল, তাহা এরূপ অকাট্য যে, সেই সকল প্রমাণে নির্ভর করিয়া জজ ও জুরীরা আসামীর প্রাণদণ্ডের আদেশ দান করিতেন, এ বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু মিঃ গ্যালওয়...