
দারোগার দপ্তর ৩

প্রিয়নাথ মুখোপাধ্যায়
| প্রিয়নাথ মুখোপাধ্যায় | |
| গোয়েন্দা সমগ্র |
পোষ্ট করেছেনপ্রিয়া দেব১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
নিখিল সরকার অর্থাৎ লেখক শ্রীপান্থ একদিন আমাকে তাঁর বাড়িতে ডেকে পাঠালেন। গেলাম। বললেন, ‘শোনো, তুমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রন্থাগার নিয়ে কাজ করেছ, তুমি জানো ‘দারোগার দপ্তর’ ক’টি সংখ্যা বেরিয়েছিল?’ আমি বললাম, ‘শুনেছি ২০৬টি সংখ্যা।’ ধমক দিলেন। বললেন, ‘শোনা কথা নয়। তুমি ক’টা দেখেছ?’ আমি মাথা নিচু করে বলি, ‘একটাও দেখিনি।’
বেশ কিছুক্ষণ নীরবতা। স্নেহের সু...