ছত্রখণ্ড (ভার খণ্ডের অন্তর্গত)
(১)
মল্লাররাগঃ ॥ রূপকং ॥
উচিত বচন শুন মুরারী।
ভার বহিলেঁ নেহ মজুরী ॥
আন কাম আহ্মে করিতেঁ নারী।
এবার থাকহ মন নেবারী ॥১
বিবুধি তেজহ সুন্দর কাহ্ন।
বারেক রাখহ মোর সমান ।ধ্রু
দেখ সখি সব আহ্মার জাএ।
সবেঁ কহিব আইহনের মাএ॥
তবে করিবোঁ মো কমণ উপাএ।
তেসিঁ ঝা...