
আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা

কাজী নজরুল ইসলাম
| কাজী নজরুল ইসলাম | |
| গান |
পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কঠিন গিরিমাটির তলে ফল্লুধারার মতো উদাসীন পুরুষের গৈরিক বসনের অন্তরালে যে বেদনার ঝরনা-ধারা, তাকেই লক্ষ করে গেয়ে ওঠে নিবেদিতা নারী–
(গান)
আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা।
(তব) কঠিন হিয়া-তলে কী গভীর ভালোবাসা॥
ওগো উদাসীন আমি জানি তব ব্যথা
আহত পাখির বুকে বাণ বিঁধে কোথা,
কোন অভিমানে ভুলিয়...