
আমার কথা লুকিয়ে থাকে

কাজী নজরুল ইসলাম
হৃদয়ের এই তীর্থ-ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর দৃশ্য উদাসীন পুরুষ আর বিরহিণী নারীর অশ্রুমতী নদীর তীরে মিলন। নিবিড় বিরহের বেদনায় পুরুষ হয় নির্মম, উদাসীন বৈরাগী; সেই নিবিড় বিরহ নারীকে করে প্রেমময়ী। পুরুষ যে বিরহে হয় মরুভূমি, নারী সেই বিরহে হয় যমুনা। তরুণ প্রেম-পথযাত্রী সেই বিরহ-যমুনার কূলে দাঁড়িয়ে গায়–
(গান)
আমার কথা লুকিয়ে থাকে
আমার গানের আড়ালে।
সেই ক...