আমায় নহে গো ভালোবাসো মোর গান

আমায় নহে গো ভালোবাসো মোর গান

কাজী নজরুল ইসলাম

আমায় নহে গো ভালোবাসো মোর গান

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconগান

পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অভিমানী সুরের কবি অকারণে অকরুণ হয়ে ওঠে মনে মনে। তার কেবলই মনে হয়, হৃদয়ের এই জলাভূমিতে নিশীথ-রাতে যে আলো দেখা যায় তা আলো নয়–আলেয়া। এই প্রেম-তীর্থে সে তাই বসে থাকে উদাসীন সন্ন্যাসীর মতো। অর্ঘ্য নিয়ে আসে যদি কোনো নিবেদিতা – তাকে সে দেয় ফিরিয়ে। সে যেন বলতে চায়–


(গান)


আমায় নহে গো, ভালোবাসো মোর গান।

গানের পাখিরে কে চিনে রাখে

গান ...

Loading...