
হলুদ গোলাপ

প্রচেত গুপ্ত
আমি খুবই বিপদের মধ্যে পড়েছি।
শুরুতে বিপদের চেহারা ছোট ছিল, কিন্তু যত সময় যাচ্ছে বিপদ বড় আকার ধারণ করছে। চৈত্র মাসের এই ঝাঁ ঝাঁ দুপুরে কারও হাত-পা ঠান্ডা হয়ে আসার কথা নয়। তবু মনে হচ্ছে, আমার ঠান্ডা হয়ে আসছে। কী করব বুঝতে পারছি না। একটাই সান্ত্বনা, এই বিপদের সঙ্গে খুব সুন্দর একটা জিনিস জড়িয়ে আছে। সেদিক থেকে বলা যেতে পারে, আমার এই বিপদ হল সুন্দর বিপদ।
আ...