
স্বপ্নমালা

বুদ্ধদেব গুহ
সব মানুষই স্বপ্ন বোনে।
আমিও তাই বুনি।
স্বপ্নপাখি বড়ো নিষ্ঠুর। ঠোঁট-নখরে খুনোখুনি। রক্তে-রাঙা ভাঙা স্বপন।
পালক ওড়ে ছত্রাকারে।
তবুও যে স্বপ্নবিভোর স্বপ্ন তাকে বুকেই রাখে।
স্বপ্ন ওড়ে।
নীল নদীটির নিবিড় পারে, ঘুম-পাওয়া রোদ চমকে চেয়ে, অলস পায়ে, যখন হাঁটে মাঘী মাঠের ন্যাবাধরা শূন্যতাতে, ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলোডানা ঝাপটে, অস্ফুটে কী কইতে কইতে নড়ে-...