কণ্টিকারি

কণ্টিকারি

রবীন্দ্রনাথ ঠাকুর

কণ্টিকারি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


শিলঙে এক গিরির খোপে পাথর আছে খসে–

তারি উপর লুকিয়ে ব’সে

রোজ সকালে গেঁথেছিলেম ভোরের সুরে গানের মালা।

প্রথম সূর্যোদয়ের সঙ্গে ছিল আমার মুখোমুখির পালা।

ডানদিকেতে অফলা এক পিচের শাখা ভরে

ফুল ফোটে আর ফুল প’ড়ে যায় ঝরে।

কালো ডানায় হলদে আভাস, কোন্‌ পাখি সেই অকারণের গানে

ক্লান্তি নাহি জানে,–

তেমনি...

Loading...