ধ্বনি

ধ্বনি

রবীন্দ্রনাথ ঠাকুর

ধ্বনি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


জন্মেছিনু সূক্ষ্ম তারে বাঁধা মন নিয়া,

চারি দিক হতে শব্দ উঠিত ধ্বনিয়া

নানা কম্পে নানা সুরে

নাড়ীর জটিল জালে ঘুরে ঘুরে।

বালকের মনের অতলে দিত আনি

পাণ্ডুনীল আকাশের বাণী

চিলের সুতীক্ষ্ণ সুরে

নির্জন দুপুরে,

রৌদ্রের প্লাবনে যবে চারি ধার

সময়েরে করে দিত একাকার

নিষ্কর্ম তন্দ্রার তলে।

ওপাড়ার কুকুরের সুদূর কলকোলাহলে

মনেরে ...

Loading...