জলের কন্যা

জলের কন্যা

জসীম উদ্দীন

জলের কন্যা

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


জলের উপরে চলেছে জলের মেয়ে,

ভাঙিয়া টুটিয়া আছড়িয়া পড়ে ঢেউগুলি তটে যেয়ে।

জলের রঙের শাড়ীতে তাহার জড়ায়ে জড়ায়ে ঘুরি,

মাতাল বাতাস অঙ্গের ঘ্রাণ ফিরিছে করিয়া চুরি।

কাজলে মেখেছে নতুন চরের সবুজ ধানের কায়া,

নয়নে ভরেছে ফটিকজলের গহন গভীর মায়া।

তাহার উপর ছায়া-চুরি খেলা করিতে তটের বন,

সুবাস ফুলের গন্ধ ছড়ায়ে হাসিতেছে সারাখন।


জলের কন্যা চলে...

Loading...