
স্বপ্ন

সঞ্জীব চট্টোপাধ্যায়
কার না ইচ্ছে করে বেশ একটু খেলিয়ে, কালোয়াতি করে বাঁচতে। যেমন ছোটো হলেও, নিজের ছিমছাম মাথা গোঁজার মতো একটা আস্তানা। নাহয় কাঁচাই হল। বাবুই পাখির মতো চড়াইদের বলব—কাঁচা হোক তবু ভাই নিজেরই বাসা। চারপাশে আর তিন ঘর ভাড়াটের মধ্যে স্যাণ্ডউইচ মেরে থাকতে হয় না। রোজ প্রাতঃকালে কমন বাথরুমের সামনে দাঁড়িয়ে লেবার পেনের রমণীর মতো ডেলিভারি প্রায় হয়ে গেল বলে ছটফট করতে হয় না। নিজের মালিকানা...