
রাণুর দ্বিতীয় ভাগ

বিভূতিভূষণ মুখোপাধ্যায়
| বিভূতিভূষণ মুখোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনচয়ন সরকার১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমার ভাইঝি ‘মৈয়া’র সম্প্রতি তিনটি দাঁত উঠিয়াছে, তাহাতেই তাহার নাকি মাটিতে পা পড়ে না! অবশ্য ঝিয়ের কোলে কোলেই কাটে, পা পড়িবার বয়স হয় নাই; তবে যাহারা বোঝে, তাহারা বলে, যদি বয়স হইতই, মাটিতে পা পড়িত না—এমনই দেমাক।
আমার সঙ্গে মা-ছেলের সম্বন্ধ; ডাকি ‘মৈয়া’। কথাটা মা’র মত কোমলও নয়, সরসও নয়।...