
রাক্ষুসে পাথর

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনমেঘ বালিকা২৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বুড়ো মাঝি বলল, বাবু বেড়াতে এসেছেন, বেড়িয়ে ফিরে যান। ওই দ্বীপে যাবেন মুনা, ওখানে দোষ লেগেছে।
আমরা একটু অবাক হলাম। দোষ লেগেছে মানে কী? দ্বীপের আবার দোষ লাগে কী করে?
বিমান বলল, বুড়ো কর্তা, তুমি যা টাকা চেয়েছ, তাই দিতে আমরা রাজি হয়েছি। তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন? ওই দ্বীপে কি আছে?
বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকোতে-চুলকোতে বলল, কিছুই নেই, সেই কথাই তো বলছি। শুধু-শু...