
যেমন ইচ্ছা সাজো

অজেয় রায়
এগারো ক্লাসের পানু আর তার ক্লাসের বন্ধুরা সবাই বেজায় ভাবিত। কারণ- ‘ভারতমাতা বিদ্যামন্দির’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব সমাগত পানু অবশ্য দৌড়ঝাঁপ মোটেই করে না। তবুও এই উৎসবে একটি পুরস্কার তার প্রায় বাঁধা। এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে যে ‘Go as you like it’ বা ‘যেমন ইচ্ছা সাজো’ প্রতিযোগিতা হয় তাতে পানু গত দুবছরের চ্যাম্পিয়ন। কিন্তু এবার তাকে এক বিষম বাধা...