
মৌল অধিকার ও ভিখারী দুসাদ

মহাশ্বেতা দেবী
জায়গাটি নওয়াগড়ের সীমানায় ও বাস—পথের ওপরে। নওয়াগড় ছিল এক ছোটোখাটো স্টেট বা বড়ো জমিদারি। জমিদারের ”রাজা” খেতাব মিলেছিল। স্বাধীনতার বছরে রাজা সাহেবের বয়েস ছিল এক। তা সত্ত্বেও এখন সে রাজা সাহেব নামেই পরিচিত। তালুক চলে গেলেও রাজা সাহেব নিঃসম্বল হন নি। রাজ্যসমূহ হস্তান্তরের সময়েই বহু জমি প্রচলিত নিয়মে জনা পঁচিশ ঠাকুরদেবতার নামে খাসে রাখা গিয়েছিল। তবু রাজা সাহেবের ওপর চূড়ান্ত অবিচার ঘটে...