
মেজদাদা আসছেন

বুদ্ধদেব গুহ
এই যে পটা। এটা কে করেছে?
কোনটা বাবু?
বাজার থেকে সাইকেলের দু-হ্যাণ্ডেলে বাজারের থলে ঝুলিয়ে ফিরে এসে নামতেই অবনী বাঁড়ুজ্যের মুখোমুখি পড়ে গেল পটা। তারপর সাইকেল ধরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আবার
বলল, কোনটা বাবু?
তোমার চোখ নেই? ঠিক সিঁড়ির সামনে উঠোনের মধ্যে ঠাকুরঘরের শুকনো বেলপাতা এমন করে কেউ ছড়িয়ে রাখে?
ও আমার কাজ নয় বাবু।
তবে কার কাজ?
...