
অনুভবে তুমি

অর্পিতা সরকার
যাঁর রক্ত ধমনীতে বইছে বলেই
নিজের কলমে কালো অক্ষরদের করতে পেরেছি কব্জা..
আমার মা
লেখিকা অদিতি ঘোষকে।
.মুখবন্ধ
আমি মনে করি উপন্যাসের কোনো তথাকথিত ভূমিকা হয় না। উপন্যাসের চরিত্রগুলো নিজেরাই আলাপ করবে পাঠকবন্ধুদের সঙ্গে। প্রতিটা কালো অক্ষর বলবে নিজেদের কথা। ”অনুভবে তুমি” একটি মনস্তাত্ত্বিক সামাজিক উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে অহনা ...