
নীরবে তোমায় দেখি

অর্পিতা সরকার
উৎসর্গ
ছোটবেলায় মামা আমায় বলতো, তুই আমার মা।
আমি অবাক হয়ে ভাবতাম,
আমার এইটুকু পেট থেকে কি করে অতবড় মানুষটার জন্ম হলো!
আমায় এখনো মা ডাকা সেই মানুষটাকে,
আমার ছোট মামা-
শ্রী বাসুদেব ঘোষকে।
.
ভূমিকা
এটা ঠিক ভূমিকা নয়। কয়েকটা ছোট্ট লাইনের মধ্যে দিয়ে আমার গল্পের চরিত্রদের আমি বাঁধতে চাইনা। তারা নিজেরা প...