
মেঘমালা

মনোজ সেন
আমি সরকারদের রোয়াকে স্তব্ধ হয়ে বসেছিলুম। আমার চারদিকে নানারকম শব্দ আর সেইসঙ্গে একটা তালগোল পাকানো স্রোত বইছিল, যার কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। মাঝে মাঝে দু-একটা শব্দ কানে আসছিল। যেমন কেউ একজন বললেন, ‘কেমন পাথরের মতো বসে আছে দেখুন, মনে হয় দেহে প্রাণ নেই।’ তার উত্তরে কোনো একটি নারীকণ্ঠ বলল, ‘তাতো হবেই। যা বাঁচা বেঁচেছে ছেলেটা।’ কে একজন মোটা গলায় ঘোষণা করলেন, ‘মিরাকল, মিরাকল!...