
ভি সি আর

বুদ্ধদেব গুহ
রুরু কোথায় গেছে?
সীমা বারান্দায় এলে সৌম্য জিজ্ঞেস করল।
বাঃ। জন্মদিনের পার্টিতে গেল না।
ও। কার যেন জন্মদিন?
সাঙ্গেনারিয়া।
অদ্ভুত সারনেম ত।
অদ্ভুতের কী আছে। মাড়োয়ারি! কতরকম উদ্ভট উদ্ভট সারনেমওয়ালা ছেলে আছে রুরুদের স্কুলে। কসমোপলিটান ব্যাপার!
এই স্কুলই, ছেলেটার বারোটা বাজাবে! তোমাকে বলেছিলাম।
<...