
ব্যাংডাকির মেয়ে

বুদ্ধদেব গুহ
কীহল অরোরা? আমার রেসিডেন্সের ফোনের লাইন পাওয়া গেল না এখনও? একটু উষ্মার সঙ্গেই বলল শ্রাবণ।
অরোরা ঘাবড়ে গিয়ে টেলিফোন অপারেটর মিস মালপানিকে রাগের গলায় বলল, সংগীতা রায় সাহাবকো রেসিডেন্সকা লাইন কি ক্যা হুয়া?
—আই অ্যাম ট্রাইং স্যার।
—হোয়াট ট্রাইং? গেট ইট বাই অল মিনস গেট ইট অন ডিম্যাণ্ড অর লাইকিং।
—তুমহারা দেল্লি, কলকাত্তাকি বরাবর হো গায়ি। টেলিফোনকি বারেমে।