
ব্যথা

প্রচেত গুপ্ত
শ্যামল সান্যাল দাঁতে দাঁত চেপে রইলেন। বাইরে থেকে কেউ যেন বুঝতে না পারে। খুব ভাল হত, ঠোঁটে যদি একটু হাসি আনা যেত। সেটা অসম্ভব। এই অবস্থায় হাসি আনা যায় না। অনেক বড় অভিনেতাও পারবে না। তবে যেভাবেই হোক লুকোতে হবে। ঘটনাটা জানাজানি হয়ে গেলে খুব লজ্জার হবে। ঘরে বাইরে কোথাও মুখ দেখানো যাবে না।
শ্যামলবাবু আবার ওপরের পাটির দাঁত দিয়ে নীচে চাপ দিলেন।
পঞ্চান্ন বছর বয়সে এটা সহজ...