
বুদবুদ

সঞ্জীব চট্টোপাধ্যায়
‘আমি বিভূতি’ মাইকের ডাণ্ডাটা বাঁহাতে চেপে ধরে ডানহাত হাওয়ায় ছুঁড়ে মঞ্চে দাঁড়ানো যুবকটি একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করল। গলায় একটা গাঢ় নীল রঙের রুমালের ফাঁস। এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল। ডান হাতে স্টিলের কব্জি-বালা। গলায় সোনালি পদক। বুক, পালোয়ানের মতো টান টান। চোখে রঙীন চশমা। ‘আপনাদের আমি কিস্যু দোবো না, কিস্যু করবও না। ভোট দিতে হয় দেবেন, না দিলে গলায় ন্যাপকিন দিয়ে আদায় করব। ...