অবিশ্বাস্য

অবিশ্বাস্য

সৈয়দ মুজতবা আলী

অবিশ্বাস্য

Books Pointer Iconসৈয়দ মুজতবা আলী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনSmita Biswash১৪ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

মধুগঞ্জ মহকুমা শহর বলে তাকে অবহেলা করা যায় না।

মধুগঞ্জের ব্যবসা-বাণিজ্য নগণ্য, মধুগঞ্জ রেল স্টেশন থেকে কুড়ি মাইল দূরে, মধুগঞ্জে জলের কল, ইলেকট্রিক নেই, তবু মানুষ মধুগঞ্জে বদলি হবার জন্য সরকারের কাছে ধন্যে দিত। কারণ এসব অসুবিধাগুলো যে রকম এক দিক দিয়ে দেখতে গেলে শাপ, অন্যদিক দিয়ে আবার ঠিক সেইগুলোই বর। মাছের সের দু আনা, দুধের সের ছ পয়সা, ঘিয়ের সের বারো আনা...

Loading...