তুলনাহীনা

তুলনাহীনা

সৈয়দ মুজতবা আলী

তুলনাহীনা

Books Pointer Iconসৈয়দ মুজতবা আলী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনকমলা কান্ত১৪ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

প্রথম খণ্ড

০১.

লে, চ, ঝপ করে আরেকটা গিলে ফেল।

না, দাদা। আমার আর সইছে না।

ওই তো তোদের দোষ। হুইস্কি, হুইস্কি আর হুইস্কি। স্কচ্ হুইস্কি। ভগবানের যেন খেয়ে-দেয়ে অন্য কোনও কর্ম ছিল না। তার কুল্লে রস ঢেলে দিলেন ওই ধেঋেড়ে পাহাড়ে স্কটল্যান্ডের খাজাদের মধ্যিখানে। আরে ব্যাটা ওইটেই যদি দুনিয়ার সবচেয়ে সেরা মাল হত তবে ওই খেয়ে ওদেশের লোকগুল...

Loading...