
বিলাসখানি

শ্যামল গঙ্গোপাধ্যায়
জাপানের ডঃ হানেদা সােমাটুমাে বক্তৃতা দিতে উঠলেন। বাইরে তখন বরফ পড়ছে। নিউইয়র্কের সেন্ট্রালি হিটেড এই কনফারেন্স হলে হর্স সু গ্যালারির একদম সামনের সারিতে বসে রাশিয়ার ডঃ পেশকভ, তার ডানদিকে ফ্রান্সের ডঃ মারিও দাঁতাে। তিনি চোখের চশমা খুলে ডান চোখের ওপর মােটা দ্রু একবার চুলকে নিলেন। তারপর এক গ্লাস জল খেয়ে কানে হেডফোন লাগালেন। সঙ্গে সঙ্গে ডঃ হানেদা সােমাটুমাের জাপানি বক্তৃতা ফরাসি হয়ে ডঃ মারিও ...