
বিউটি কনটেস্ট

মণিশংকর মুখোপাধ্যায়
| মণিশংকর মুখোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকমলা কান্ত১১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
লেখক হবার সবচেয়ে বড় সৌভাগ্য নানা মানুষের সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে পরিচিত হবার সুযোগ পাওয়া যায়। তা যদি না হবে, তাহলে আমার সঙ্গে মিস্টার অডিক্যারির পরিচয় হবে কেন?
কোথায় যেন পড়েছিলাম, আমরা প্রত্যেকটা শহুরে মানুষ এক-একটা গ্রহের মতো নিজের কক্ষপথে সারাক্ষণ পাক খাচ্ছি—রুটিন বাঁধা সেই পথে কোনো বৈচিত্র্য নেই, নাটক নেই, নতুনত্বের স্বাদ নেই। বাড়িতে, বাজারে, অফিসে, ক্লাবে, চায়ের দোকানে ...