ফুলবর্ষিয়া

ফুলবর্ষিয়া

সমরেশ বসু

ফুলবর্ষিয়া

Books Pointer Iconসমরেশ বসু
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

মেঘের গুড়গুড় শব্দে চমকে উঠল শিউবচন। আচমকা একটা ঝড়ো হাওয়ায় তার ঘামে ভেজা চন্দনে লেপা শরীরটা জুড়িয়ে গেল। সামনের খতিয়ানের পাতাগুলি বেহিসাবির মতো ফড়ফড়িয়ে উঠল হাওয়ায়।

সে মুখ তুলে দেখল, উত্তর-পশ্চিম কোণ থেকে কালো মেঘ যেন হাজার ঘোড়ার গাড়ি ছুটিয়ে তীব্র বেগে ছুটে আসছে। কালো ধুলোর মতো সে মেঘ আকাশ ছাইছে, হিলিবিলি বিজলির মালা ঝলকাচ্ছে, সোঁ সোঁ শব্দে মাথা খুঁড়ছে দূরের গাছগাছালি।

Loading...