
আমার এখন সময় নেই

সুচিত্রা ভট্টাচার্য
| সুচিত্রা ভট্টাচার্য | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনতন্নি সরকার২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দিবানাথ ছিলেন আমার স্বামী৷ ছিলেন বলাটা বোধ হয় ঠিক হল না৷ ছিলেন শব্দটা বড়ো বেশি নেতিবাচক, এর মধ্যে বড়ো বেশি নেই নেই গন্ধ৷ এমনও হতে পারে দিবানাথ হয়তো এখনও বেঁচে আছেন৷ অবশ্য তাঁর মারা যাওয়াটাও কিছু বিচিত্র নয়৷ আমি তাঁর বাঁচা-মরার সঠিক সংবাদ জানি না৷
আমার সঙ্গে দিবানাথের বিয়ে হয় আজ থেকে তেতাল্লিশ বছর আগে৷
দিনটার তেমন কোনো বিশেষ...