
পাত্রী চাই

নিমাই ভট্টাচার্য
| নিমাই ভট্টাচার্য | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৩ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দুতিন দিন পরপরই খবরের কাগজের অফিস থেকে এক বান্ডিল চিঠি আসছে। প্রত্যেক চিঠির সঙ্গেই পাত্রীর রঙিন ছবি। কোনো কোনো বাবামা মেযের দুতিনটি ছবিও পাঠিয়েছেন। শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো একটু নাড়াচাড়া করতে করতেই একটু হেসে বলেন, এর সিকি ভাগ মেয়ে দেখে বিয়ে ঠিক করতে হলে তো আমার ছেলেটা বুড়ো হ...