চিহ্ন

চিহ্ন

মানিক বন্দ্যোপাধ্যায়

চিহ্ন

Books Pointer Iconমানিক বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশ্রী কর্মকার২৪ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

প্ৰাণ ধুকপুক করে না গণেশের।

বিস্ময় আর উত্তেজনা অভিভূত করে রাখে তাকে, আতঙ্কে দিশেহারা হয়ে পড়তে বুঝি খেয়ালও হয় না তার। বিশ-বাইশ বছর বয়সের জীবনে এমন কাণ্ড সে চোখে দেখে নি, মনেও। ভাবে নি। এত বিরাট, এমন মারাত্মক ঘটনা, এত মানুষকে নিয়ে। এ তার ধারণায় আসে না, বোধগম্য হয় না। তবু সবই যেন সে বুঝতে পারছে, অনুভব করছে, এমনিভাবে চেতনাকে তার গ্রাস করে ফেলেছে রাজপথের জনতা আর পুলিশের কাণ্ড। সে-ই যেন ভিড় ...

Loading...