
চার অধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২৬ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভূমিকা
এলার মনে পড়ে তার জীবনের প্রথম সূচনা বিদ্রোহের মধ্যে। তার মা মায়াময়ীর ছিল বাতিকের ধাত, তাঁর ব্যবহারটা বিচার-বিবেচনার প্রশস্ত পথ ধরে চলতে পারত না। বেহিসাবি মেজাজের অসংযত ...