
গৃহদাহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
| শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২৫ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথম পরিচ্ছেদ
মহিমের পরম বন্ধু ছিল সুরেশ। একসঙ্গে এফ. এ. পাস করার পর সুরেশ গিয়া মেডিকেল কলেজে ভর্তি হইল; কিন্তু মহিম তাহার পুরাতন সিটি কলেজেই টিকিয়া রহিল।