
নীল

প্রচেত গুপ্ত
রাগে আমার শরীর ঝনঝন করে উঠল। লোকটা কে? নাকি ছাত্রীরা কেউ মজা করেছে? এত সাহস! মেয়েরা আমাকে আড়ালে ‘যম দিদিমণি’ বলে ডাকে।
যমের মতো ভয় পায় বলে ‘যম দিদিমণি’। যম দিদিমণি’র সঙ্গে এই ভয়ংকর ঠাট্টা করবার সাহস ওদের হতেই পারে না।
আমি আবার কাগজটা খুললাম। মোটে কয়েকটা লাইন। সেটাই যথেষ্ট। রাগে গোটা শরীরটা আবার ঝনঝন করে উঠল।
আজকাল এরকম হয়। রাগলে চোখমুখ লাল হয়ে যায়। গায়ে...