
নিষিদ্ধ গাণ্ডিব

কর্ণ শীল
ইতিহাস বড়ো অদ্ভুত। আপাতদৃষ্টিতে তাকে দেখে মনে হয় সেটি সহস্র সাল তারিখের বোঝার নিচে দম আটকে থাকা এক জীবন্মৃত দেহ। কিন্তু তার প্রতিটি দস্তাবেজ, প্রতিটি অধ্যায়কে খুব কাছ থেকে দেখলে বোঝা পায় এ তাবৎ সংখ্যা, পরিসংখ্যানের মধ্যে লুকিয়ে আছে অজস্র কাহিনি, শত দীর্ঘশ্বাস, উদ্যম, ভালোবাসা, ষড়যন্ত্রের বুনন।
ইতিহাসের চেয়ে বড়ো গল্প সংকলন আর বুঝি কি...