
নিশির ডাক

সমরেশ মজুমদার
টেলিফোনটা যেন আর্তনাদ করছিল। ওটা আছে হল ঘরে। একদিকে খাওয়ার টেবিল অন্যদিকে সোফা, মাঝখানে একটা খাটো দেওয়াল। সেই দেওয়ালের ওপর। নিজের ঘর থেকে চেঁচালো সাগ্নিক, ‘মাসি, শুনতে পাচ্ছ না?’ তারপরেই খেয়াল হল, তাকে দরজা খুলে দিয়েই মাসি জিভ কেটেছিল, ‘এই যা!’
‘কী হল?
‘তোমার রসগোল্লা আনা হয়নি!’
‘ভালো হয়েছে। তোমাকে তো বলেছি মিষ্টি খাব না।’<...