
দেবাঃ ন জানন্তি

আশাপূর্ণা দেবী
সিঁড়িতে উঠতে উঠতেই চিঠিখানা প্রায় শেষ করে আনেন ভদ্রলোক। অনেকটা লোভী ছেলেরা যেমন মিষ্টান্ন হাতে পড়লেই গলাধঃকরণ করে বাঁচে।
আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের বর্তমান অবস্থাটা লোভী ছেলের মতো হলেও, পরে ‘হায় ফুরিয়ে গেল’ বলে আক্ষেপ করবার কারণ নেই। একবার চোখ বুলিয়ে নিয়েই সিঁড়ির পাশে ফেলে দেওয়ার মতো চিঠি এ নয়। দুবার পড়া চলে! দুশোবার পড়লেই বা কে আটকায়।
সিঁড়িতে উঠতে উঠতে তাড়াতাড়ি চ...