
তাজমহলে এক কাপ চা

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রাম রাম ওস্তাদজি! কুছ খুস খবর শুনাইয়ে!
ওস্তাদজির পরনে একটা আলখাল্লার মতন পোশাক, নানান জায়গায় তাপ্পি মারা, মাথায় একটা ফেট্টি বাঁধা। গালে পাঁচ-সাতদিনের রুখু দাড়ি। বয়েস হবে পঞ্চাশের ধারে কাছে। কোথায় তার বাড়ি ঘর কিংবা তার নিজের বউ-বাচ্চা আছে কি না তা কেউ জানে না। জিগ্যেস করলে মৃদুমৃদু হাসে।
মাঝে-মাঝে সে এসে উদয় হয়। খাঁটিয়ায় বসে গ্রামের মানুষের সঙ্গে ...