
জালিয়াত

আশাপূর্ণা দেবী
‘ফোন করে বলেছে ফিরতে দেরি হতে পারে? কখন ফোন করেছে?’
এই সামান্য প্রশ্নটা শক্তিনাথ কেন বাঘের মতো গর্জে উঠে করলেন, তা শক্তিনাথই জানেন। অথবা সান্ত্বনাও জানেন, কিন্তু সান্ত্বনা সেই জানাটা জানতে দিলেন না, সান্ত্বনা যেন খেয়ালই করেননি শক্তিনাথ গর্জে উঠেছেন, এমনি ভাবে সহজ আলগা গলায় বললেন, ‘এই তো একটু আগে’।
সান্ত্বনার ঠিক এই সময়টাই যেন ফ্রীজ থেকে ঠাণ্ডা জলের বোতলটা বার করবার খুব দরকার প...