
চোরের বউ

প্রচেত গুপ্ত
গান হচ্ছে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল…।
কিছুদিন হল, বিশ্বনাথ তার মোবাইল ফোনে রবীন্দ্রসংগীত নিয়েছে। এখন কেউ ফোন করলেই ভেতরে এই গান শুনতে পায়। অবশ্য পুরো গান নয়। ঘুরে-ফিরে দুটো লাইন। নেওয়ার সময় ভয় ছিল। কে জানে, এই গান শিখার পছন্দ হবে কি না। পছন্দের ব্যাপারে শিখা খুবই খুঁতখুঁতে। দু’বছর হয়ে গেল তারা নতুন ফ্ল্যাটে এসেছে। শিখার এখনও সবটা পছন্দ হয়নি। দক্ষিণে নাকি আর একটা জানলা থাক...