
ঘোড়া টোড়ার ব্যাপার

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বলটুদা বললে, এই যে ঘোড়াটা দেখছিস, এর পূর্বপুরুষ কে– জানিস?
অন্য একটা ঘোড়া নিশ্চয়–আমি জবাব দিলাম।
বলটুদা বললে, তোর মুণ্ডু!
তবে কি ওর পূর্বপুরুষ হাতি? নাকি গণ্ডার? না বাঘ?
কিন্তু বাঘ বলে আমার নিজেরই খটকা লাগল : উঁহু, বাঘ জেব্রার পূর্বপুরুষ– জেব্রার গায়েই তো বাঘের মতো ডোরা আঁকা আছে।
আমি জানতে চাই প্যালা, তুই তোর গবেষণা বন্ধ কবি কিনা?