
গিরগিটি

জ্যোতিরিন্দ্র নন্দী
| জ্যোতিরিন্দ্র নন্দী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রী কর্মকার১১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সস্তা টিনের ঘর হলেও বাড়িটা তার ভাল লাগে। লোকজন একরকম নেই বললেই চলে। মোট আর-একঘর ভাড়াটে। তা-ও ঠিক পাশাপাশি ঘর না। উঠোন পার হয়ে বাঁ দিকের ভাঙা জিরজিরে একটা দেওয়াল ঘেঁষে ডুমুর আর পেঁপে-জঙ্গলের আড়াল করা নিচু একচালার একটা খুপরি নিয়ে বুড়ো মানুষটা ওধারে পড়ে আছে। ওর থাকা না-থাকা সমান কথা। সারা দিনের মধ্যে এক-আধবার যদি কাসির শব্দ কি যন্ত্রপাতি চালাবার টুংটাং আওয়াজ কানে আসে,—আসে না। ডুমুরগাছ ...