
কৃষ্ণচুড়ার মৃতদেহে একখানি রঙিন ইনভেলাপ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
| রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার০৭ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাইরে তুমুল বর্ষা। ভেতরে অন্ধকার ছোট্ট রুমটি নিঃসাড় অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। পাঁচটি সিগারেট নিশব্দ বিক্ষোভে দশটি আঙুলের ভেতর নিঃশেষ হচ্ছে। অর্থাৎ আমরা পাঁচজন। বর্ষাক্রান্ত শহরে বিদ্যুৎ পলাতক। আমরা প্রত্যেকেই অন্যতম আলোর প্রতীক্ষায় সময় মাপছি। ঘড়ির সাথে সাথে একাধিকবার হেঁটে চলেছি। বর্ষার ছাট জানালার কবাট অতিক্রম কোরে ভেতরে ঢুকছে। শীত শীত অনুভূতি সুড়সুড়ি দিচ্ছে প্রত্যেককেই। অনেকক্ষন সকলে...